ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আশুগঞ্জে গাড়ি চাপায় ২ চাতাল শ্রমিক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৫, ২০ অক্টোবর ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আশুঞ্জে গাড়ি চাপায় দুই চাতাল শ্রমিক নিহত ও তিনজন আহত হয়েছে। বুধবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ সোনারামপুরে হোটেল রাজমনির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দিনাজপুর সদর উপজেলার মাঝিপাড়া এলাকার মো. আব্দুল মালেকের ছেলে মো. হায়দার আলী (৩১) ও একই এলাকার আতা মিয়া। 

আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হলেন, দিনাজপুরের একই এলাকার ছায়েদ আলীর ছেলে ছোপিয়ার আলী, আব্দুস ছামাদের ছেলে মাহবুবুর রহমান, আকবর মিস্তরির ছেলে আলমগীর মিয়া। 

চাতাল শ্রমিক ও হাইওয়ে পুলিশ জানায়, দিনাজপুর থেকে হায়দার আলীসহ ৫ শ্রমিক আশুগঞ্জ খান অটো রাইছ মিলে কাজ করার জন্য বাসে করে বুধবার ভোরে আশুগঞ্জ আসে। ভোরে মহাসড়কের পাশ দিয়ে তারা হেটে রাইছ মিলে যাবার পথে সোনারামপুর এলাকায় দ্রুতগ্রামী যানবাহান তাদের পিছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে হায়দার ও অপর এক শ্রমিক আতা মিয়া মারা যান। স্থানীয় লোকজন আহত ৩ শ্রমিককে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। 

এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. রাফিউল করিম বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি