ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নোয়াখালীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৮, ২০ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বসুরহাট পৌরসভার আয়োজনে র‌্যালী, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকালে মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর জীবনী শীর্ষক বসুরহাট পৌরসভা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বসুরহাট পৌর সভার মেয়র আবদুল কাদের মির্জা।

সকালে মেয়র আবদুল কাদের মির্জার নেতৃত্বে বসুরহাট পৌরসভা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালীটি বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় পৌর সভায় এসে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, মির্জা ঘোষিত উপজেল আ.লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস, বসুরহাট পৌরসভার পেনেল মেয়র নুর হোসেন ফরহাদ প্রমুখ।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি