ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

পানিতে পড়ে মা-ছেলের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১১, ২১ অক্টোবর ২০২১

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পুইছড়ী ইউনিয়নের পণ্ডিতকাটা এলাকায় পানিতে পড়ে মা-ছেলের মৃত্যু হয়েছে।

বুধবার ওই এলাকার ড্রাইভার বেলালের স্ত্রী ও তার শিশুপুত্র নিজ পুকুরে পড়ে মারা যান।

জানা যায়, পুইছড়ী ইউনিয়নের পণ্ডিতকাটা লেদু সওদাগরের ছেলে পেশায় একজন ডেম্পার ড্রাইভার। তিনি সকালে গাড়ী চালনার কাজে চলে যান। বাড়ির লোকজন যার যার কাজে ব্যস্ত। এমন সময়ে ছেলেকে গোসল করানোর জন্য বাড়ির সামনে পকুরে নিয়ে গেলে হাত ফসকে পানিতে পড়ে তলিয়ে যায় ১ বছরের বোরহান। ছেলেকে উদ্ধার করতে পানিতে ঝাপ দেয় মা। তিনিও পানিতে তলিয়ে যান।

স্থানীয় নুরুল হক বলেন, শুনেছি মা-ছেলে পুকুরে ডুবে মারা গেছে। মা নিজের বাচ্চাকে গোসল করানোর জন্য পুকুরে গেলে এক পর্যায়ে মা-ছেলে দুজনেই পানিতে তলিয়ে মারা যায়।

ইউপি সদস্য কামাল হোসেন বলেন, মর্মান্তিক মৃত্যু, এটা একটা দুর্ঘটনা। এক বছরের শিশু ও তার মায়ের মৃত্যুতে এলাকাবাসী মর্মাহত।

বাঁশখালী থানা কর্মকর্তা এসআই মাহবুব বলেন, এটা একটা নিছক দুর্ঘটনা। ওসি মহোদয়ের নির্দেশক্রমে বীনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি