ঢাকা, সোমবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৫

মন্দির ভাংচুর ঘটনায় জামায়াত নেতা গ্রেপ্তার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১০:১১, ২২ অক্টোবর ২০২১

চট্টগ্রামের হাটহাজারী থানার মন্দির ভাংচুর ও সহিংসতার ঘটনায় মো. কফিল উদ্দিন লতিফী (৪৮)কে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ। কফিল উদ্দিন মিরসরাই সদর ইউনিয়নের জামায়াতে ইসলামের সাবেক আমির।

মিরসরাই পৌরসভা এলাকা থেকে তাকে গত বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মিরসরাই থানার উপ-পরিদর্শক (এস আই) সাঈদ হোসেন বলেন, আটককৃত জামায়াতে ইসলামের নেতার বিরুদ্ধে চট্টগ্রামের হাটহাজারী থানায় মন্দির ভাংচুর ও সহিংসতার মামলা রয়েছে সেজন্য গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার আসামীকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি