ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নোবেলখ্যাত শিশু শান্তি পুরস্কারে মনোনীত নাটোরের রিফাদ

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪১, ২২ অক্টোবর ২০২১ | আপডেট: ১২:৪৩, ২২ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

শিশুদের নোবেলখ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে নাটোরের শেখ রিফাদ মাহমুদ। নেদারল্যান্ডসের কিডস রাইটস ফাউন্ডেশন রিফাদকে এ মনোনয়ন দেয়।

১৭ বছরের কিশোর শেখ রিফাদ মাহমুদ। টিফিন এবং হাত খরচের টাকা জমিয়ে দরিদ্র শিশুদের লেখাপড়ার জন্য বইখাতা, জামা-কাপড় ও খাবার কিনে দেয় রিফাদ। 

নাটোর শহরের কানাইখালীর রিফাদ করোনার শুরুতে জেলাজুড়ে সচেতনতা বার্তা ও লিফলেট পৌঁছে দিয়েছে। লকডাউনে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা ও সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করে। 

সমাজসেবামূলক কাজের জন্য ২০১৬ সাল থেকে যুক্ত হয় লাল সবুজ উন্নয়ন সংস্থা নামে একটি সংগঠনের সাথে। 

শিশুদের অধিকার ও নিরাপত্তায় অবদানের জন্য ২০২১ সালের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয় রিফাদ। তার সম্পর্কে কিডস রাইটসের ওয়েবসাইটে বলা হয়েছে, রিফাদ একজন তরুণ চেঞ্জমেকার ও সমাজ সংস্কারক।

শেখ রিফাদ মাহমুদ জানান, কাজ দেখে বাবা ২০২০ সালের এপ্রিল মাসে বিশ্ব শিশু শান্তি পুরস্কারের জন্য আমার নাম পাঠায়। এবছরের অক্টোবর মাসে অফিসিয়াল মেইল পাই যে, আমি সিলেক্টেড হয়েছি।

এই কাজে রিফাদের বাবা-মা সব ধরনের সহায়তা করেন। রিফাদের পরিবার ও নাটোরের বিশিষ্টজনেরা  রিফাদের সাফল্য কামনা করেছেন।

রিফাদের বাবা শেখ রাকিবুল ইসলাম বলেন, পিতা হিসেবে ছেলের এই নমিনেশনে আমি গর্বিত। দেশবাসীর সকলের দোয়া চাই। 

রিফাদের মা জানান, তাকে উৎসাহ প্রদান করে আসছি। তার প্রয়োজন মতো টাকা-পয়সা থেকে শুরু করে সবকিছুই যোগান দিয়ে আসছি। 

নাটোর পৌরসভা ওয়ার্ড কাউন্সিলর বলেন, আমরা চাই সে এই পুরস্কারটি পাক।

রিফাদের এই দুর্লভ সম্মান দেশের জন্য গৌরব বয়ে আনবে, বলছে জেলা প্রশাসন। 

নাটোর জেলা প্রশাসক শামিম আহমেদ বলেন, “এই যে সম্মান তার জন্য চূড়ান্ত পর্যায়ে মনোনীত হবে। সারাদেশের জন্য সে বিরল সম্মান বয়ে আনবে।”

২০০৫ সালে রোমে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের এক শীর্ষ সম্মেলন থেকে এই পুরস্কার চালু করে কিডস রাইট ফাউন্ডেশন। এর অর্থমূল্য এক লাখ ইউরো।

 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি