ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গাছের সাথে পিকআপ ভ্যানের ধাক্কা, ঘটনাস্থলেই নিহত ৩

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫২, ২২ অক্টোবর ২০২১ | আপডেট: ১৪:২৫, ২২ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জ এলাকায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছে।

শুক্রবার সকালে মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকার বোগদাদিয়া কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়িঁর ইনচার্জ পরিদর্শক মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি দ্রুতগামী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এসময় ঘটনাস্থলেই গাড়ীর চালকসহ তিনজন মারা যায়।

পরে খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতরা হলেন- গোপালগঞ্জ জেলার সদর থানার গফুর শেখের ছেলে গাড়ীচালক মো: সুজন (২৮)। তার সঙ্গে থাকা মাদারীপুর জেলার চর গোবিন্দপুর এলাকার মাজেদ মাতাব্বরের ছেলে শামীম হাসান (২৭) ও চাপাইনবাবগঞ্জ জেলার ভোলার হাট থানার ওয়ারেশ আলীর ছেলে শহিদুল ইসলাম (২৭)।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি