ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বরিশালে নিরাপদ সড়ক দিবস পালিত

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৫, ২২ অক্টোবর ২০২১

‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এই স্লোগানে বরিশালে নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

শুক্রবার সকালে জেলা প্রশাসন ও বিআরটিএর আয়োজনে নগরীর সার্কিট হাউজে বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন বিআরটিএর উপ-পরিচালক জিয়াউর রহমান, বিসিসি’র প্রধান নিবার্হী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মেদ সহ প্রশাসন এবং জেলা ও মহানগরের পরিবহন শ্রমিক নেতৃবন্দ।
  
এসময়ে অতিথিরা বরিশালের সড়ক নিরাপদ রাখতে অবৈধ পরিবহন বন্ধ, প্রশাসনের সঠিক তদারকি এবং প্রশিক্ষিত চালক ও পথচারিদেরকে আরও সচেতন হয়ে পথ চলার উপর জোড় দেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি