ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

শ্রীপুরে কভার্ডভ্যান চাপায় শিশুর মৃত্যু 

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৩৯, ২২ অক্টোবর ২০২১

গাজীপুরের শ্রীপুরে দ্রুতগতির কাভার্ডভ্যান চাপায় চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী কভার্ডভ্যানটি জব্দ করেছে পুলিশ।

পুলিশ জানায়, শ্রীপুরের  গোসিংগা  থেকে ছেড়ে আসা সিমেন্টের একটি কাভার্ড ভ্যান সকাল ১১টার দিকে শ্রীপুরের বেপারী বাড়ী বকুলতলা এলাকায় চার বছর বয়সী এক শিশুকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় জনতা ধাওয়া করে হেলপারসহ কাভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং কভার্ডভ্যানটি পুলিশ থানায় নিয়ে যায়। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি