ঠাকুরগাঁওয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত, গ্রেফতার ৩
প্রকাশিত : ১৮:০০, ২২ অক্টোবর ২০২১
ঠাকুরগাঁও শহরের রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য রয়েল বড়ুয়াকে ছুরিকাঘাতের ঘটনায় মূল অভিযুক্তসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শহরের জমিদারপাড়া মহল্লার নিতাইয়ের ছেলে বলরাম (২০) নামে মূল অভিযুক্তকে গত বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়। এর আগে উৎসব সিংহ (২১) ও রিয়াজ আলী মোল্লা (২১) নামে দুইজনকে গ্রেফতার করেছিল পুলিশ।
গত মঙ্গলবার রাতে এ ঘটনায় রয়েলের ভাই পোমেল বড়ুয়া বাদী হয়ে ১৪ জনের নাম উলেখসহ ৫/৭ জনকে অজ্ঞাত করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, ওই দিন রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে প্রতিমা বিসর্জনের সময় আশ্রমপাড়া ও বাজারপাড়ার লোকদের মধ্যে মারামারি লাগে। রয়েল বড়ুয়া তা থামাতে গেলে তাকে ছুরিকাঘাত করা হয়। বর্তমানে সে রংপুর মেডিকেল কলেজে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
মামলায় আসামীরা হলো, পৌর শহরের জমিদারপাড়া মহল্লার নিতাইয়ের ছেলে বলরাম (২১) ও অপু (১৮), পাগলার ছেলে সাধন (২২), দেলোয়ার হোসেনের ছেলে রিয়াজ আলী মোলা (২১), আবুল হোসেন পুলিশের ছেলে সাগর (২০), হৃদয় (২০), রাজকুমারের ছেলে সাগর (২০), কৃষ্ণ (২১), শাহ আলমের ছেলে কুরবান (২০), টিকাপাড়া মহলার সুরেশের ছেলে বাধন (২১), আমান (১৮), গোধুলী বাজার মহল্লার উমাশংকর সিংহের ছেলে উৎসব সিংহ (২২), বাবলু কসাইয়ের ছেলে আল আমিন (২০), আশ্রমপাড়া মহলার হিরু (১৮) সহ অজ্ঞাতনামা ৫/৭ জন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই জাহিদ হাসান জানান, এঘটনায় বলরাম ছুরিকাঘাতের বিষয়টি স্বীকার করে জবানবন্দী দিয়েছে। তাকে সাথে নিয়ে এ কাজে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িতদের নামের তালিকা বলরাম প্রকাশ করেছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের পাশে টাঙ্গন নদীতে প্রতিমা বিসর্জনের সময় দুই পক্ষের মারপিট থামাতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয় কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য রয়েল বড়ুয়া। প্রথমে তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যালে রেফার্ড করা হয়। বর্তমানে সেখানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে রয়েল বড়ুয়া।
কেআই//
আরও পড়ুন