ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫৩, ২২ অক্টোবর ২০২১

দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতার সঙ্গে জড়িত ও মদদদাতাদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সনাতন হিন্দু ধর্মালম্বী বিভিন্ন সামাজিক সংগঠন। 

শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় স্থানীয় রামকৃষ্ণ সেবা সংঘ, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, রামকৃষ্ণ সারদা সংঘ, জেলা ব্রাম্মণ সংসদসহ বিভিন্ন সংগঠনের যৌথ আয়োজনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে সংগঠনের অসংখ্য নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ নারীগণ অংশ নেন। 

প্রতিবাদ সমাবেশে রামকৃষ্ণ সেবা সংঘের সভাপতি নীতিশ কুমার বড়মী’র সভাপতিত্বে বক্তব্য দেন, দীপেন্দ্র নাথ ঝাঁ, অশোক কুমার দাস, বাসুদেব ব্যানার্জী, সত্যেন ব্যানার্জী, প্রফুল্ল­চন্দ্র রায়সহ আরও অনেকে।
 
এসময় বক্তাগণ সম্প্রতি দেশব্যাপী ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতা ও নৈরাজ্য বন্ধসহ এর সাথে জড়িত ও মদদদাতাদের অবিলম্বে গ্রেপ্তার এবং দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কেআই//

    
                    
            


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি