ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিরাপদ সড়ক চাই দিবসে বাগেরহাটে র‌্যালি ও আলোচনা সভা

বাগেরহাট প্রতিনিধি 

প্রকাশিত : ০০:২৩, ২৩ অক্টোবর ২০২১ | আপডেট: ০০:২৫, ২৩ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবসে বাগেরহাটে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের আয়োজনে শুক্রবার বেলা ১১টায় বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। 

র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা  প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় বাগেরহাটের  অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, নিরাপদ সড়ক চাই, বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুল, বাগেরহাট সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সাগর সৈকত মন্ডল, সরকারি পিসি কলেজের প্রভাষক নিপুন মন্ডল, বাগেরহাট সিভিল সার্জনের কার্যালয়ের তত্ত্বাবধায়ক নিহার রঞ্জন হালদার, বাগেরহাট ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (টিআই) মো. জহিরুল ইসলাম, বিআরটি বাগেরহাটের পরিদর্শক মো. ফরহাদ হোসেন, সড়ক বিভাগ বাগেরহাটের উচ্চমান সহকারী সরোয়ার হোসেন, আব্দুর রহিম, নিরাপদ সড়ক চাই, বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, সাধারণ সম্পাদক আব্দুর রব সরদার, যুগ্ন সাধারণ সম্পাদক এইচ এম মইনুল ইসলাম, অর্থ সম্পাদক এস এস শোহান, দপ্তর সম্পাদক মাসুদুল হক, আইন বিষয়ক সম্পাদক সীতা রানী দেবনাথ, প্রচার সম্পাদক সোহরাব হোসেন রতন, নিরাপদ সড়ক চাই, বাগেরহাট শাখার সদস্য , জাহিদুল ইসলাম জাদু, সাদিয়া আফরোজ, মো. শহিদুল ইসলাম, তানজীম আহমেদসহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন অংশ গ্রহন করেন।

সভায় সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ভবিষ্যতে সড়ক দূর্ঘটনা কমাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন জেলা প্রশাসক।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি