ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার 

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৬, ২৩ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম প্রান্ত (১৯)।

শনিবার সকালে পৌর এলাকার উত্তরপাড়ার পুকুর থেকে লাশ উদ্ধার করে ঘাটাইল থানার পুলিশ। প্রাপন্ত উত্তর পারড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত তিনদিন ধরে প্রান্ত নিখোঁজ ছিলো। তবে এ বিষয়ে থানায় অবহিত করেনি তার পরিবার। আজ সকালে স্থানীয়রা জানায় পুকুরে একটি লাশ ভেসে আছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা লাশটি উদ্ধার করলে প্রান্তের পরিবার লাশটি শনাক্ত করে।
 
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজহারুল ইসলাম জানান, সকালে পৌর এলাকার উত্তরপাড়া এলাকার একটি পুকুর থেকে প্রান্ত নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি