ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

চৌমুহনীতে  হামলায় নিহত দুই পরিবারকে ১০ লাখ টাকা সহায়তা 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৮, ২৩ অক্টোবর ২০২১

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে বিভিন্ন মন্দির ও হিন্দুপাড়ায় হামলার ঘটনায় নিহত দুই পরিবারকে ১০ লাখ টাকা ও আহত ৫ পরিবারকে ৪ লাখ টাকাসহ মোট ১৪ লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।  

শনিবার শ্রী শ্রী রাধামাধব মন্দিরে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সহায়তার টাকা হস্তান্তর করেন নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ কামরুল হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি ও ধর্মীয় নেতৃবৃন্দ। 

বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিষদ সদস্য জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, 'দেশের স্বনামধন্য স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশন যে নগদ অর্থ সহায়তা নিয়ে হাজির হয়েছে তা সাধুবাদযোগ্য। এই অর্থ নিহত ও আহত ব্যক্তির পরিবারগুলোকে ঘুরে দাঁড়াত সহযোগিতা করবে। এসময় তিনি বিদ্যানন্দকে ধন্যবাদ জানান।'

সভাপতির বক্তব্যে মো. জামাল উদ্দিন বলেন, 'আমরা এখানে বাংলাদেশের মানুষের প্রতিনিধি হিসেবে এসেছি। এসেছি অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরিতে সম্প্রীতির মেলবন্ধন স্থাপন করতে, সম্প্রীতির ভাঙা সেতুকে ভালবাসা দিয়ে মেরামত করতে।'
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি