ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

লালপুরে নিখোঁজের চারদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৪৫, ২৩ অক্টোবর ২০২১

নুসরাত খাতুন জেমি

নুসরাত খাতুন জেমি

নিখোঁজের চারদিন পর নাটোরের লালপুরে ধানক্ষেত থেকে এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম নুসরাত খাতুন জেমি (৬)।

শনিবার সকালে লালপুর থানাধীন চংধুপইল ইউনিয়নের আব্দুলপুর গ্রামের দুবলিবনা বিলের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নুসরাত খাতুন জেমি একই এলাকার বাবু হোসেনের মেয়ে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান জানান, গত ১৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে শিশু নুসরাত খাতুন জেমি তার দাদুকে খুঁজতে কদমতলা বাজারে যায়। এরপরে সে আর বাড়ি ফিরে না আসায় তার স্বজনেরা খোঁজাখুজি শুরু করে। অনেক খোঁজার পর তার কোন খোঁজ না পেয়ে জেমির বাবা লালপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। নিখোঁজের চারদিন পর আজ শনিবার সকালে উপজেলার দুবলিবনা বিলে ধানক্ষেতে বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ দেখে লোকজন পুলিশকে খবর দেয়। 

খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। জেমির স্বজনরা মরদেহটি জেমির বলে সনাক্ত করে। 

এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে পুলিশ একই এলাকার ইমন হোসেন (১৫) নামে এক কিশোর এবং তার পিতা ফাইজুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি