ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

মৌলভীবাজার জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট চালু 

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৭, ২৪ অক্টোবর ২০২১

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জরুরি রোগীদের সেবা দিতে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট চালু করা হয়েছে। 

রোববার দুপুরে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। পরে হাসপাতালের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ কে এম হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, পৌর মেয়র ফজলুর রহমানসহ অন্যরা।

বিশ্বব্যাংকের অর্থায়নে অক্সিজেন প্লান্টটি বাস্তবায়ন করছে ইউনিসেফ। চালু হওয়া লিকুইড অক্সিজেন ট্যাংকের ধারণ ক্ষমতা ১১ হাজার লিটার। 

এই প্লান্ট চালু হওয়ায় হাসপাতালটির দীর্ঘদিনের চাহিদা ও রোগীদের দুর্ভোগ নিরসন হবে। আর সেবা পাবে করোনা রোগীসহ মুমূর্ষ অন্য রোগীরাও।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি