ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

হিলি দিয়ে অনুপ্রবেশের সময় বাংলাদেশি আটক

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫৪, ২৫ অক্টোবর ২০২১

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা দিয়ে অবৈধপথে ভারত থেকে দেশে অনুপ্রবেশের সময় শ্রী নেপাল চন্দ্র সরকার (৩৩) নামের এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার বিকেল সাড়ে ৩টায় হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলার এর ৭নং সাবপিলার সংলগ্ন বালুরচড় নামক এলাকা থেকে তাকে আটক করে বিজিবি। সে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার তেরআনিয়া গ্রামের শ্রী নিতাই চন্দ্র সরকারের ছেলে।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার সাইদুর রহমান বলেন, হিলি সীমান্তের বালুরচড় নামক এলাকা দিয়ে প্রাচীর টপকে নেপাল চন্দ্র সরকার নামের ওই ব্যক্তি ভারত থেকে অবৈধপথে দেশে অনুপ্রবেশ করে। এসময় কর্তব্যরত বিজিবি সদস্য তাকে আটক করে। ওই ব্যক্তি চিকিৎসার জন্য কিছুদিন পূর্বে ভারতে গিয়েছিল এর পরে তার পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ায় সে অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে আসছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের পূর্বক হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি