ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২৯, ২৫ অক্টোবর ২০২১

ঠাকুরগাঁও সদরের আউলিয়াপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে ইব্রাহীম খলিল নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ওই গ্রামের রুপচান এর ছেলে ইব্রাহীম খলিল বাড়ির উঠোনে খেলা করছিল। এ সময় বাড়ির লোকজনের অগোচরে শিশুটি হামাগুড়ি দিয়ে বাড়ির বাইরে গিয়ে পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে শিশুটিকে খোঁজাখুঁজি শুরু হলে পাশ্ববর্তী এক মহিলা পুকুরের পানিতে শিশুটির মরদেহ ভেসে উঠতে দেখে চিৎকার করলে স্থানীয়রা গিয়ে তা উদ্ধার করে।

আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি