ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

নোয়াখালীতে সহিংসতা: স্বেচ্ছাসেবক দল নেতার স্বীকারোক্তি

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪০, ২৬ অক্টোবর ২০২১ | আপডেট: ০৮:৪৩, ২৬ অক্টোবর ২০২১

স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফয়সাল ইনাম কমলকে আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ

স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফয়সাল ইনাম কমলকে আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ

নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার অন্যতম উস্কানিদাতা হিসেবে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফয়সাল ইনাম কমল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

জবানবন্দিতে এ ঘটনায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি বরকত উল্লা বুলুসহ বিএনপি-জামায়াতের ১৫ নেতার সম্পৃক্ততার বিষয়ে তিনি তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশ সুপার (এসপি) মো: শহীদুল ইসলাম জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কমলকে সোমবার রাতে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাঈদীন নাঁহীর আদালতে হাজির করা হয়। এ সময় বিচারক ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামির জবানবন্দি রেকর্ড করেন।

জবানবন্দিতে ফয়সাল ইনাম কমল চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার ঘটনার উস্কানিদাতা হিসেবে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি বরকত উল্লা বুলুসহ বিএনপি-জামায়াতের ১৫ নেতার সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন।

এর আগে গত ১৫ অক্টোবর চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার ঘটনায় ফয়সাল ইনাম কমলসহ বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। 

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে কুমিল্লায় কোরআন অবমাননার ভিডিও ফেসবুকে আপলোড করাসহ বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দিয়ে চৌমুহনীতে সাম্প্রদায়িক সহিংসতা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় কমলের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে পুলিশ। 

তাকে এ ঘটনার অন্যতম উস্কানীদাতা ও ইন্ধনদাতা হিসেবে চিহ্নিত করে পুলিশ। 

গ্রেপ্তার ফয়সাল ইনাম কমল (৩৯) বেগমগঞ্জ উপজেলার রাজুল্লাহপুর গ্রামের আবু হানিফের ছেলে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি