ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সেলফি তুলতে গিয়ে ১০তলা ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৮, ২৬ অক্টোবর ২০২১

দশম শ্রেণির ছাত্র সৌরভ

দশম শ্রেণির ছাত্র সৌরভ

Ekushey Television Ltd.

ফেনীর ছাগলনাইয়ায় সেলফি তুলতে গিয়ে নির্মাণাধীন একটি ভবনের ১০ তলার ছাদ থেকে পড়ে সৌরভ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে ছাগলনাইয়া পাইলট হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র।

সোমবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় সৌরভ সেলফি তুলতে বাসার কাছে সিটি টাওয়ার নামক নির্মাণাধীন একটি ১০তলা ভবনের উপরে উঠে। একপর্যায় অসাবধনতাবশত সেখান থেকে পা পিছলে ছিটকে ৬ তলায় পড়ে গুরুতর আহত হয় সে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে চট্রগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় তার মৃত্যু হয়। 

সৌরভ ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার ৬নং ওয়ার্ডের (বাঁশপাড়া) কাউন্সিলর পদপ্রার্থী নুরুল হকের ছেলে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি