ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বিয়েতে রাজি না হওয়ায় এসিড ঢেলে নারী হত্যা

যশোর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪১, ২৬ অক্টোবর ২০২১ | আপডেট: ১৪:৪৬, ২৬ অক্টোবর ২০২১

ঘটনাস্থল চামড়া কারখানা এসএএফ

ঘটনাস্থল চামড়া কারখানা এসএএফ

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক নারী শ্রমিকের শরীরে এসিড ঢেলে ও পিটিয়ে হত্যা করেছে তার সহকর্মী। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় চামড়া কারখানা এসএএফ ইন্ডাস্ট্রিজের সামনে।

অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, এক সন্তানের জননী স্বামী পরিত্যক্তা অভয়নগর উপজেলার কাদিরপাড়া গ্রামের আবুল কালামের মেয়ে কেয়া বেগম (২৮) শিল্প শহর নওয়াপাড়ায় চামড়ার কারখানা এসএফ ইন্ডাট্রিজে শ্রমিক ছিলেন। একই কারখানার রাজঘাট মাইলপোস্ট এলাকার মোশাররফ হোসেনের ছেলে শামিম ছিলেন তার সহকর্মী। 

তিনি আরও জানান, শামিম দীর্ঘদিন থেকে কেয়াকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। সোমবার দুপুরে মিল ছুটি হলে কেয়াকে রেজিস্ট্রি অফিসে নিয়ে বিয়ের জন্য জোরাজুরি করে। কেয়া ওই প্রস্তাবে রাজি না হওয়ায় শামিম ক্ষিপ্ত হয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী কারখানার সামনে তার মাথায় এসিড ঢেলে দেয়। 

এসিডে দগ্ধ হয়ে কেয়া যখন ছটফট করছিল ওই অবস্থায় মাথায় লাঠি আঘাত করতে থাকে শামিম। 

এ ঘটনা দেখে আশপাশের লোকজন ছুটে এসে কেয়াকে উদ্ধার করে খুলনা ৫শ’ শয্যা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪টায় কেয়া মারা যান। কেয়ার দশ বছরের মারিয়া নামের একটি কন্যা সন্তান রয়েছে।

ওসি আরও জানান, ঘটনার সময় ওই কারখানার অন্য শ্রমিকরা শামিমকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি