নোয়াখালীতে মন্দিরে হামলার ঘটনায় ৩ জনের রিমান্ড মঞ্জুর
প্রকাশিত : ১৫:৪৮, ২৬ অক্টোবর ২০২১
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী তিনটি মন্দিরে হামলা ও সহিংসতার ঘটনায় গ্রেপ্তারকৃত ৩ আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী সোনিয়া আক্তার আসামীদের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছেন- আলী আজগর, নুরুল ইসলাম সুমন ও নুরুল ইসলাম জীবন।
জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, গত ১৫ অক্টোবর শুক্রবার বেগমগঞ্জের চৌমুহনীর বিভিন্ন মন্দিরে হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত ১০ আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। বেগমগঞ্জ থানায় দায়ের করা ১৯নং মামলায় শুনানি শেষে তিন আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ বিচারক।
রিমান্ড মঞ্জুর শেষে আসামিদের বেগমগঞ্জ থানায় নেওয়া হয়েছে।
মন্দিরে সহিংসতার ঘটনায় দায়ের করা ২৬ মামলায় এ পর্যন্ত ২০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে ৯০ জন বিভিন্ন মামলায় এজাহারভুক্ত আসামি ও গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য, ভিডিও চিত্র এবং গোয়েন্দা প্রতিবেদনের মাধ্যমে আরও ১১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সহিংসকারীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
এএইচ/
আরও পড়ুন