ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কিশোরীকে গলা কেটে হত্যা, কিশোর আহত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৯, ২৭ অক্টোবর ২০২১

ঘটনাস্থলে স্থানীয়দের ভীড়

ঘটনাস্থলে স্থানীয়দের ভীড়

Ekushey Television Ltd.

টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা পৌর এলাকা থেকে সুমাইয়া নামের নবম শ্রেণীর এক ছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই স্থান থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে এক কিশোরকে।

বুধবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে কলেজ রোড এলাকার খোকনের বাড়ির সিঁড়িকোঠা থেকে শিক্ষার্থীর মরদেহ এবং একই স্থান থেকে গুরুতর আহত অবস্থায় মনির নামের এক কিশোরকে উদ্ধার করা হয়েছে। আহত মনিরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান বলেন, খবর পেয়ে কিশোরীর লাশ উদ্ধার এবং আহতকে জরুরি ভিত্তিতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশংকাজনক। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা প্রাথমিকভাবে জানাতে পারেননি তিনি। তবে তদন্ত সাপেক্ষ জানানোর কথা বলেছেন।

আহত মনির উপজেলার ভাবলা গ্রামের মেহেরের ছেলে। সে পরিবহন শ্রমিক হিসাবে কাজ করতো।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রাজিব পাল বলেন, মনিরের পেট থেকে ভুরি বেরিয়ে পড়েছে। তার গলায় ও ঘাড়ে কোপের আঘাত রয়েছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে ক্ষত আছে। বর্তমানে মনির ওটিতে রয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি