ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

ঈদের ছুটিতে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৩, ২৭ জুন ২০১৭ | আপডেট: ১৮:১৪, ২৭ জুন ২০১৭

এদিকে ঈদের ছুটিতে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত। ভ্রমনে আসা পর্যটকদের বাড়তি নিরাপত্তা দিতে কাজ করছে টুরিস্ট পুলিশ।
কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও বিভিন্ন পর্যটন এলাকায় ছড়িয়ে পড়ছে পর্যটকর্।া পর্যটকের আগমনে সরকারি বেসরকারি পর্যটন আবাসিক হোটেল মোটেলসহ বিভিন্ন পর্যটন ষ্পট গুলোতে যেন তিল ধারনের জায়গা নেই। বাড়তি নিরাপত্তা ও আবহাওয়া ভাল থাকায় সাচ্ছন্দে ঘুরে বেড়াচেছন তারা। অন্যদিকে, পর্যটকদের নিরাপত্তা জোরদারে পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। জেলা শহর ছাড়াও বিভিন্ন স্পটে পুলিশ সতর্কতার সাথে দায়িত্ব পালন করছে।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি