ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চৌমুহনীতে হামলার ঘটনায় আরও ৮ জনের রিমান্ড মঞ্জুর

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৭, ২৭ অক্টোবর ২০২১

রিমান্ডপ্রাপ্ত আসামিরা

রিমান্ডপ্রাপ্ত আসামিরা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর তিনটি মন্দিরে হামলা ও সহিংসতার ঘটনায় গ্রেপ্তারকৃত আরও ৮ আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এনিয়ে এ ঘটনায় মোট ১১ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে।

বুধবার দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী সোনিয়া আক্তার আসামিদের রিমান্ড মঞ্জুর করেন। 

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন, বেগমগঞ্জ থানার ২৯নং মামলার আসামি ইলিয়াস ও মনির হোসেন হৃদয়কে ৪ দিন, নূর মোহাম্মদকে ২ দিন, বেলাল হোসেন সুমনকে ১ দিন এবং ২৭নং মামলার আসামি বেলাল হোসেনকে ৩ দিন, হুমায়ন কবির, সুজন ও কামাল হোসেনের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।   

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, গত ১৫ অক্টোবর শুক্রবার বেগমগঞ্জের চৌমুহনীর বিভিন্ন মন্দিরে হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত ৮ আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মিজানুর রহমান পাঠান। বুধবার দুপুরে আসামিদের উপস্থিতিতে বিজ্ঞ বিচারক শুনানি শেষে তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।

আসামিদের বেগমগঞ্জ থানায় নেওয়া হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি