ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুন্দরবন ও উপকূল রক্ষায় মোংলায় অবস্থান কর্মসূচি

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৭, ২৭ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

জলবায়ু বিপর্যয়ের কবল থেকে সুন্দরবন ও উপকূল সুরক্ষা, পরিবেশ এবং জনবান্ধব উন্নয়নের দাবিতে ঢাংমারী এলাকায় গণঅবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) দিনব্যাপী গণঅবস্থান কর্মসূচি চলাকালে সুন্দরবন অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য লাঠিখেলা, গাজীর গান, বনবিবি নাটক, পটগানসহ নানা ধরণের গ্রামীণ খেলাধূলা অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচিতে অংশ নিয়ে বাপা’র সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী ঝুঁকির মধ্যে রয়ছে। পৃথিবী উষ্ণায়ণের তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেন্টিগ্রেডের নীচে রাখতে হবে। বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৬ সফল না হলে পৃথিবীকে বাঁচানো যাবে না।” 

বাপার মোংলার আহবায়ক নূর আলম শেখ বলেন, বেপরোয়া শিল্পায়ন, অধিক মাত্রায় ফসিল ফুয়েলের ব্যবহার ও প্রাণ-প্রকৃতি বিরোধী উন্নয়ন কর্মকাণ্ডের ফলে সুন্দরবন আজ বিপন্ন এবং উপকূল বিধ্বস্ত।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি