ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুধের ড্রামে ফেনসিডিল পাচার, আটক ১

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৪, ২৭ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

অভিনব পদ্ধতিতে দুধের ড্রামে পাচারের সময় ৮৮ বোতল ফেনসিডিলসহ জাকারিয়া (২৪) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৭ অক্টোবর) দুপুর ১টার সময় কাগজপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। গ্রেপ্তারকৃত জাকারিয়া যশোর জেলার বাঘারপাড়া থানার দাদপুর গ্রামের মোকাদ্দেস মোল্যার ছেলে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বেনাপোল থানার এসআই মাসুম বিল্লাহর নেতৃত্বে কাগজপুকুর বাজারের যাত্রী ছাউনীর সামনে পাকা রাস্তার উপর হতে প্লাস্টিকের একটি ড্রামসহ জাকারিয়াকে গ্রেপ্তার করে। পরে দুধের ড্রামের ভেতর থেকে ৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি