ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চুরি হওয়া শিশু ৭ দিন পর উদ্ধার, যুবতী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৭, ২৭ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

নোয়াখালীর চাটখিল পৌরসভার ভাড়া বাসা থেকে চুরি হওয়ার সাতদিন পর বিবি মরিয়ম নামের ২ বছরের এক শিশুকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের ঝাউগঞ্জ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকায় মুন্নি আক্তার (২৩) নামের এক যুবতীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শিশু মরিয়ম লক্ষ্মীপুর সদর উপজেলার চাদখালী এলাকার রাকিব হোসেনের মেয়ে। তারা চাটখিল বাজারে ভাড়া বাসায় থাকতো। গ্রেপ্তারকৃত মুন্নি আক্তার লক্ষ্মীপুর ঝাউগঞ্জ এলাকার কামাল হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, গত ১৯ অক্টোবর সকালে কাজে যাওয়ার আগে নিজের মরিয়মকে পাশের বাসার ভাড়াটিয়া মুন্নি আক্তারের কাছে রেখে যায় রোমানা বেগম। দুপুরের দিকে কাজ শেষে ফিরে এসে মুন্নি আক্তারের বাসার দরজা বন্ধ দেখতে পায়। এসময় সম্ভাব্য স্থানে খোজাখুঁজি করে মরিয়মের কোন সন্ধান পাওয়া যায়নি। পরে ভুক্তভোগী শিশুর বাবা এ ঘটনায় চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের সূত্র ধরে পুলিশ চুরি হওয়া শিশুকে উদ্ধারে অভিযানে নামে। 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত নারীকে বুধবার সকালে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি