ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

হাতিয়ায় আধুনিক মৎস্য শিকার প্রযুক্তি বিষয়ক কর্মশালা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৭, ২৭ অক্টোবর ২০২১

গভীর সমুদ্রে মাছ শিকারে আধুনিক প্রযুক্তি ব্যবহার নিয়ে নোয়াখালীর হাতিয়ায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে বুড়িরচর ইউনিয়নের সূর্যমূখী ঘাটে প্রায় শতাধিক জেলে ও ট্রলার মালিক এতে অংশ গ্রহন করেন।

সেলেস্টিয়াল টেক লিমিটেড নামে একটি বেসরকারী প্রতিষ্ঠান এই কর্মশালার আয়োজন করে। এতে বিভিন্ন উন্নত প্রযুক্তি ব্যবহার করে কিভাবে নিরাপদে সমুদ্রে মাছ শিকার করা যায় তা হাতে কলমে শিখিয়ে দেওয়া হয়। যন্ত্রপাতি ব্যবহার করে সমুদ্রে পানির গভীরতা নির্ণয়, গভীর সমুদ্রে নিজের অবস্থান জানা, দুর্যোগ মূহুর্তে পাশের উদ্ধারকারী জাহাজের সাথে যোগাযোগ করা ও পানিতে মাছের উপস্থিতি দেখতে পাওয়ার কৌশলও দেখানো হয়।

বুড়িরচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও মৎস্য ব্যবসায়ী ইমাম উদ্দিন রিমনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, সেলেস্টিয়াল টেক লিমিটেড এর জিএম অবসরপ্রাপ্ত নৌ-বাহিনীর কমান্ডার খন্দকার ইলিয়াছ কাঞ্চন, জাতীয় মৎস্যজীবি সমিতি হাতিয়া উপজেলা সভাপতি নুরুল করিম রতন, মৎস্য ব্যবসায়ী হাজি নুর ইসলাম, ইউপি সদস্য হাজী মোশারেফ হোসেন ও কোম্পানির প্রকৌশলী ছাদিকুল আমিন সজিব।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি