ঢাকা, শনিবার   ১৬ নভেম্বর ২০২৪

বাগেরহাটে নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫০, ২৭ অক্টোবর ২০২১

বাগেরহাটে বিভিন্ন ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নব নির্বাচিত চেয়ারম্যানদের এ শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। 

এসময় বাগেরহাটের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবপ্রসাদ পাল, বাগেরহাট জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ অনুষ্ঠানের পূর্বে চেয়ারম্যানবৃন্দ জেলা প্রশাসকের নিকট চুক্তিপত্র জমা দেন।

এদিন বাগেরহাটের ৯ উপজেলার ৭৫ ইউনিয়নের মধ্যে ৬৬ জন চেয়ারম্যান শপথ বাক্য পাঠ করেন। এর মধ্যে দিয়ে স্ব স্ব এলাকার চেয়ারম্যানগণদের দায়িত্ব পালনে কোনো বাধা রইল না। এছাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২ নভেম্বর ২টি, ১১ নভেম্বর ৫টি ও ২০ নভেম্বর ১টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়ন পরিষদের সকল সদস্য বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, তৃণমূল পর্যায়ে জনগণের সাথে চেয়ারম্যানদের সম্পৃক্ততা খুব-ই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সরকারের সকল কর্মকাণ্ড ও উন্নয়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে নবনির্বাচিত চেয়ারম্যানদের দায়িত্ব পালনের আহবান জানান তিনি। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি