ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাগেরহাটে জাল টাকা ক্রয়-বিক্রয় চক্রের সদস্য আটক

বাগেরহাট  প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫৯, ২৭ অক্টোবর ২০২১ | আপডেট: ২২:০০, ২৭ অক্টোবর ২০২১

বাগেরহাটে নকল টাকাসহ জালনোট তৈরি ও ক্রয়-বিক্রয় চক্রের সদস্য মো. ইব্রাহিম মোল্লা (২২)কে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৫ অক্টোবর) গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার খানজাহান আলীর মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। 

এসময় মো. ইব্রাহিম মোল্লার কাছ থেকে ১০০টি  ১০০০ টাকার জালনোট, ৩টি সীম কার্ড, ২টি মুঠোফোন ও নগদ-১ হাজার ৩০৫ টাকা জব্দ করে  র‌্যাব-৬ এর সদস্যরা।

আটক মো. ইব্রাহিম মোল্লা বাগেরহাট সদর উপজেলার কুলিয়াদাড় গ্রামের বিল্লাল মোল্লার ছেলে। আটক ইব্রাহীমের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক বাগেরহাট মডেল থানায় সোপর্দের প্রস্তুতি চলছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি