ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

হত্যা মামলার আসামি ইউপি সদস্যের শপথ বন্ধ রাখার আবেদন 

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৯, ২৮ অক্টোবর ২০২১

হত্যা মামলার আসামি নবনির্বাচিত এক ইউপি সদস্য যাতে শপথ নিতে না পারেন সেজন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন পড়েছে। ওই হত্যা মামলার বাদী মাইনুল মোড়ল এই আবেদন করেন। 

বাগেরহাট জেলার মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের ১নং ওয়ার্ডে প্রথম ধাপের নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হন মোঃ শফিকুল শেখ। ওই নির্বাচনের আগের রাতে মারামারির একপর্যায়ে এক বৃদ্ধা মারা গেলে সেই মামলার প্রধান আসামি তিনি।

জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা যায়, ভোট গ্রহণের আগের দিন ১৯ সেপ্টেম্বর মোংলা উপজেলার চাদপাই ইউনিয়নের ১নং ওয়ার্ড়ে মেম্বার প্রার্থী মতিয়ার রহমান মোড়লের ওপর হামলা চালায় অপর মেম্বার প্রার্থী শফিকুল শেখের নেতৃত্বে একটি গ্রুপ। ওই হামলায় আহত হওয়ার হাসপাতালে মারা যান ফাতেমা বেগম নামে এক বৃদ্ধা। 

এরপর মৃত ফাতেমা বেগমের ছেলে মাইনুল মোড়ল বাদী হয়ে ওই দিন রাতে মোংলা থানায় শফিকুল শেখকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।  

এরপর ২০ সেপ্টেম্বর ভোট গ্রহণ শেষে ফলাফল অনুযায়ী বেসরকারিভাবে মেম্বার নির্বাচিত হন হত্যা মামলার আসামি শফিকুল শেখ।  

এরপর থেকে গ্রেফতার হওয়ার ভয়ে তিনি আত্নগোপনে রয়েছেন। 

আগামী ৩০ অক্টোবর নবনির্বাচিত সকল ইউপি সদস্যকে শপথ পড়াবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা। ওইদিন  প্রশাসনের নজর এড়িয়ে আসামি শফিকুল শেখ যাতে শপথ নিতে না পারেন সেজন্য বাগেরহাট জেলা প্রশাসক (ডিসি), মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন নিহত ফাতেমা বেগমের ছেলে মামলার বাদী মাইনুল মোড়ল।

এ বিষয়ে মাইনুল বলেন, মামলার আসামি হয়ে আত্নগোপনে থাকা শফিকুল শেখ গ্রেফতার না হয়ে শপথ নিতে তদবির শুরু করেছেন। তাই তিনি মামলায় ন্যায়বিচার পাওয়ার জন্য শপথ নিতে আসলে তাকে আটক করার জন্য লিখিত আবেদন করেছেন।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, নির্বাচিতদের গেজেট হওয়ার ৩০ দিনের মধ্যে কোন ফৌজদারি মামলার আসামি শপথ নিতে না পারলে পরবর্তীতে স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে নব নির্বাচিত ইউপি সদস্য শফিকুল শেখের ০১৯২১৯৩৫৮৮১ নম্বরে একাধিকবার ফোন দেয়া হলে তিনি ফোন ধরেননি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি