ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ভাসানচর থেকে পালাতে গিয়ে ২৫ রোহিঙ্গা আটক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৭, ২৮ অক্টোবর ২০২১

হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রাম ও কক্সবাজার যাওয়ার পথে ২৫ রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে নোয়াখালীর সুবর্ণচরের স্থানীয় এলাকাবাসী। আটককৃতদের মধ্যে ১০ জন শিশু রয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বোয়লখালী ঘাট থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। 

আটকরা হলো, রশীদ উল্যাহ (২৫), আনোয়ারা (২২), মো. আমিন (৩), মো. সৈয়দ আমিন (১০ মাস), সেফায়েত উল্যাহ (৩০), হাসিনা বেগম (২৬), মো. নয়ন (১২), জান্নাতুল ফেরদৌস (৮), সুমাইয়া (৫) নূর মোহাম্মদ (২০) খালেদা (১৮) মো.ইলিয়াছ (৬মাস) মো.জোবায়ের (২০) ফাতেমা (১৯) ছাদিয়া (৪) মো.জাবেদ (১) একরাম উল্যাহ (৩০) ফাতেমা (২৫) রহমত (৪) আসমা (২) আশেয়া বেগম (২৫) পারভিন আক্তার (৯) মো. হাসান (৪) উম্মে কুলসুম (২০) ফাতেমা খাতুন (৫০)।

পুলিশ জানায়, বুধবার রাতে ১১ জন শিশুসহ ২৫ জন রোহিঙ্গা ভাসানচর থেকে পালিয়ে দালালের সহযোগিতায় চট্টগ্রাম ও কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। পথে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন এলাকায় দালাল ও নৌকার মাঝি বুধবার দিবাগত রাতে তাদের নামিয়ে দিয়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে বাসিন্দারা বিষয়টি টের পেয়ে পুলিশকে জানায়। 

চরজব্বর থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এস.এম মিজানুর রহমান জানান, আটকৃতদেও মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখা হয়েছে। কোস্টগার্ড এসে তাদের ভাসানচর আশ্রয়ন কেন্দ্রে নিয়ে যাবে।  

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ সুজিত কুমার চন্দ জানান, আমরা জানার পর কোস্টগার্ডকে জানিয়েছি। কোস্টগার্ড তাদের ক্যাম্পে ফিরিয়ে আনার জন্য সুবর্ণচর গেছে।  

আরকে//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি