ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ২২:০৫, ২৮ অক্টোবর ২০২১ | আপডেট: ২২:১৫, ২৮ অক্টোবর ২০২১

বন্ধুদের সঙ্গে রকি

বন্ধুদের সঙ্গে রকি

টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রকি (৩৫) নামে এক যুবক নিহত এবং তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকালে টাঙ্গাইল-নাগরপুর-আরিচা আঞ্চলিক সড়কের সদর উপজেলার অলোয়া তারিনী বটতলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত রকি টাঙ্গাইল পৌরসভার বিশ্বাস বেতকা এলাকার বায়োজিদ মিঞার ছেলে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রকি ও তার বন্ধু সোলায়মান মোটরসাইকেলযোগে টাঙ্গাইল থেকে নাগরপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় তাদের মোটরসাইকেলটি টাঙ্গাইল-নাগরপুর-আরিচা আঞ্চলিক সড়কের অলোয়া তারিনী বটতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রকির মৃত্যু হয়। পরে স্থানীয়রা উভয় মোটরসাইকেলের তিনজনকে আহতাবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ মো. নবীন জানান, দুর্ঘটনায় রকি নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা  হয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি