ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৬, ২৯ অক্টোবর ২০২১

সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার কামারপাড়ায় অন্তঃসত্ত্বা স্ত্রী ও স্বামীর রহস্যজনক মৃত্যু হয়েছেন। পুলিশের ধারণা, পারিবারিক কলহে স্ত্রীকে খুন করার পর স্বামী আত্মহত্যা করেছেন।

শুক্রবার দুপুরে নিজ ঘর থেকে তাদের রক্তমাখা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন বৃজগোপাল ঘোষ (২৮) এবং তার স্ত্রী তমা রানী ঘোষ (১৯)।

মা রুবী রাণী ঘোষ বলেন, গত ১ বছর আগে তার ছেলের সাথে টাঙ্গাইলের মির্জাপুরের তমা ঘোষের বিয়ে হয়। এরপর সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তবে মাঝে মাঝে নানা কারণে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্ধ চলে আসছিল। 

এর মধ্যে শুক্রবার সকাল ১০টা বেজে গেলেও তারা ঘর থেকে না ওঠায় ডাকাডাকি করা হয়। তাতেও সাড়া না দিলে এক পর্যায়ে বাড়ির লোকজন দু’জনের রক্তমাখা দেহ মেঝেতে পরে থাকতে দেখে থানায় খবর দেয়।  পরে দুপুরের দিকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।  

এ ব্যাপারে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহে স্ত্রীকে খুন করার পর স্বামী নিজে আত্মহত্যা করেছেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি