ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২১:২৬, ২৯ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল হালিম (২৮) নামে মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। শুক্রবার সদর উপজেলার ভেলাজান বাজার নামক স্থানে এই ঘটনাটি ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম। নিহত আব্দুল হালিম বালিয়াডাঙ্গী উপজেলা তারাঞ্জুবাড়ী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে ।

ওসি জানান, সকালের দিকে ঠাকুরগাঁও শহর থেকে বালিয়াডাঙ্গীর দিকে যাচ্ছিলেন হালিমসহ দুইজন। অপরদিকে বালিয়াডাঙ্গী থেকে মোটরসাইকেলে ঠাকুরগাঁও শহরের দিকে আসছিলেন বাছির নামে এক আরোহী। পথে ভেলাজান বাজারে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান হালিম এবং অপর দুই আরোহী আহত হয়। পরে আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি