ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৩তম প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩১, ২৯ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

“নৈঃশব্দ্য ভেঙ্গে জেগে ওঠো দ্রোহে” এই শ্লোগানকে সামনে রেখে আনন্দঘন পরিবেশে নানান কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার ঠাকুরগাঁওয়ে উদীচী শিল্পীগোষ্ঠী ৫৩তম প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন করেছে।

বিকেলে জেলা সংগঠনের জেলা সংসদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে শহর প্রদক্ষিণ করে স্বাধীনতার স্মৃতিস্তম্ভ অপরাজেয়’৭১ চত্বরে গিয়ে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের সমাবেশে যোগ দেয়। পরে  আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন বাউল শিল্পী গোষ্ঠীর নেতা বাউলশিল্পী আনোয়ার হোসেন এবং সংগঠনের সভাপতি সেতারা বেগম। 

এরপর স্মৃতিচারণ, আলোচনাসভা, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দলীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। জেলা উদীচীর সভাপতি সেতারা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি মিজানুর রহমান, কমল কুমার রায়, অমল টিক্কু, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজুসহ আরও অনেকে। এ সময় সংগঠনের কর্মী ছাড়াও আদিবাসী শিল্পী গোষ্ঠী, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদসহ বিভিন্ন সংগঠনের শিল্পী ও সংস্কৃতিকর্মীগণ উপস্থিত ছিলেন।
কেআই//  
 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি