ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স জলাশয়ে, নিহত ২

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৩, ৩০ অক্টোবর ২০২১

হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মিতরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে ডুবে গেছে একটি অ্যাম্বুলেন্স। এতে অ্যাম্বুলেন্সের দুই যাত্রী পানিতে ডুবে মারা গেছেন।

ফায়ার সার্ভিস জানায়, গাবতলী বাস টার্মিনাল থেকে ৫ যাত্রী নিয়ে ফরিপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা অ্যাম্বুলেন্সটি রাত ৩টার দিকে কালীবাড়ী মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জলাশয়ে পড়ে যায়। 

দুর্ঘটনার সময় চালক ও হেলপাড়সহ ৭ জন আরোহী ছিল ওই অ্যাম্বুলেন্সে। এদের মধ্যে ৫ জন বেড়িয়ে আসতে পারলেও পেছনের সিটে থাকা দুই যাত্রী গাড়ির ভিতরে আটকা পড়ে পানিতে ডুবে মারা যান।

পরে স্থানীয় লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিলে তাদের একটি উদ্ধারকারী দল তৎক্ষণাত ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া দুই যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি