ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নরসিংদীতে সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় পুলিশের মামলা

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৭, ৩০ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

নরসিংদীর রায়পুরায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা না হলেও পুলিশ বাদী হয়ে একটি অস্ত্র মামলা দায়ের করেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ জানান, নিহতদের পরিবার এখনও কোন অভিযোগ করতে আসেনি, তাদের লিখিত অভিযোগ পেলেই মামলা নথিভুক্ত করা হবে। তবে, পুলিশ বাদি হয়ে অস্ত্র আইনের একটি মামলা রুজু করেছে। ইতিমধ্যে ওই মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
 
এর আগে গত বৃহস্পতিবার ভোরে রায়পুরার উপজেলার দুর্গম চরাঞ্চল পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি এলাকায় দুই গ্রুপের সংঘর্ষের সময় দুজন গুলিবিদ্ধ হয়ে সাদির মিয়া (১৯) ও হিরণ মিয়া (৩৫) নিহত হন। 

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পাড়াতলী আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর দুই সমর্থক ছোট শাহআলম এবং বড় শাহআলমের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

ওই ঘটনায় টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে অন্তত ২০ জন আহত হয়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি