ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

দৌলতদিয়ায় ৯ কিলোমিটার জুড়ে ট্রাকের লাইন

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪১, ৩০ অক্টোবর ২০২১

অতিরিক্ত যানবাহনের চাপ ও প্রয়োজনের তুলনায় কম সংখ্যক ফেরি চলাচল করায় কয়েকদিন ধরে রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট প্রান্তে পণ্যবাহী ট্রাকের লম্বা লাইন তৈরি হয়ে আসছে।

শনিবার সকালে দৌলতদিয়ার ঢাকা-খুলনা মহাসড়ক ও গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রায় ৯ কিলোমিটার জুড়ে এ যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়।

তবে যাত্রীবাহী যানবাহন ও পচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। তবে অন্য ট্রাকগুলোকে দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় থাকতে হচ্ছে। তাতে লাইন আরও দীর্ঘ হচ্ছে।

এদিকে দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় থেকে ভোগান্তি পোহাচ্ছেন ট্রাকের চালকরা এবং সময় মত মালামাল পরিবহন করতে না পেরে গুণতে হচ্ছে লোকসান।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, গাড়ির চাপ সব সময় এক রকম থাকে না। বর্তমানে দক্ষিণাঞ্চলের যানবাহনের সঙ্গে শিমুলিয়া ঘাটের যানবাহনের চাপ পড়েছে। যে কারণে সিরিয়াল দীর্ঘ হচ্ছে। 

এ রুটে বর্তমানে ছোট বড় ১৭টি ফেরি চলাচল করছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি