ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কচুয়ায় আড়াই লাখ টাকার জালনোটসহ যুবক আটক

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৭, ৩০ অক্টোবর ২০২১

আড়াই লাখ টাকার জাল নোটসহ আটককৃত যুবক

আড়াই লাখ টাকার জাল নোটসহ আটককৃত যুবক

Ekushey Television Ltd.

বাগেরহাটের কচুয়ায় আড়াই লাখ টাকার জাল নোটসহ মো. জাকির শেখ (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত (৩০ অক্টোবর) রাতে কচুয়া উপজেলার বয়ারসিংগা বাজার এলাকা থেকে জাল টাকা কারবারী চক্রের ওই সদস্যকে আটক করে পুলিশ। 

আটক মো. জাকির শেখ বাগেরহাট সদর উপজেলার পার নোয়াপাড়া গ্রামের মোঃ আনোয়ার শেখের ছেলে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের জাল টাকাসহ একজনকে আটক করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর সহযোগীরা পালিয়ে যায়। আটক মো. জাকির শেখের বিরুদ্ধে কচুয়া থানায় নিয়মিত মামলা দায়ের পূর্বক শনিবার (৩০ অক্টোবর) আদালতে সোপর্দ করা হয়েছে। সে জাল টাকা চক্রের একজন সক্রিয় সদস্য। 

এর সঙ্গে জড়িত অন্যদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি