ঢাকা, শনিবার   ১৬ নভেম্বর ২০২৪

বাঞ্ছারামপুরে স্পিডবোট-ট্রলারের সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৮, ৩১ অক্টোবর ২০২১ | আপডেট: ১৮:২২, ৩১ অক্টোবর ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী স্পিডবোট ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এসময় ৭ জন আহত হয়।

নিহতরা হলেন, ফরিদ মিয়া (৪৫) ও জুয়েল (৩৫)। ফরিদ নরসিংদীর সদরের সঙ্গীতা এলাকার জুলফু মিয়ার ছেলে ও জুয়েল বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদের খুরশিদ মিয়ার ছেলে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মরিচাকান্দি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত জুয়েল ও ফরিদ মিয়াকে উদ্ধারের পর ঢাকায় নেওয়া পথে জুয়েলের এবং নরসিংদী নেওয়ার পথে ফরিদ মিয়ার মৃত্যু হয়।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ জানান, ১০/১২ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি নরসিংদী থেকে মরিচাকান্দি নৌঘাটে যাবার সময় মেঘনা নদীতে একটি ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি