ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বেগমগঞ্জে হামলার ঘটনায় ৪ জনের রিমান্ড মঞ্জুর

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৭, ১ নভেম্বর ২০২১ | আপডেট: ১৬:৪৫, ১ নভেম্বর ২০২১

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের হিন্দুদের পূজামণ্ডপে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত ৪ আসামীকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছে আদালত। 

সোমবার দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সোনিয়া আক্তার আসামীদের রিমান্ড মঞ্জুর করেন। 

রিমান্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছেন, মামলায় এজাহারনামী আসামী মোজাম্মেল হোসেন ও বেলাল হোসেন ৩ দিন করে এবং মামলায় সন্ধিগ্ধ জহিরুল ইসলাম জুয়েল ও আরাফাত হোসেন সাবির ২দিন করে।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, গত ১৪ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় বেগমগঞ্জের ছয়ানী পূজামন্ডপে হামলার ঘটনায় দায়েরকৃত ২৪নং মামলায় ৪ আসামীর রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিজ্ঞ বিচারক শুনানি শেষে তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডপ্রাপ্ত আসামীদের বেগমগঞ্জ থানায় জিজ্ঞাসাবাদ করা হবে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি