ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

কক্সবাজারে মেয়রের বিরুদ্ধে মামলা: কর্মবিরতি প্রত্যাহার

কক্সবাজার প্রতিনিধি:

প্রকাশিত : ১৬:৫৮, ১ নভেম্বর ২০২১

জেলা আ'লীগের পদ পেতে প্রভাবশালীদের ইন্ধনে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টা মামলা হয়েছে বলে দাবি করেছেন কক্সবাজার পৌর সভার প্যানেল মেয়র মো. মাহবুবুর রহমান। মামলাটি তদন্ত সাপেক্ষে প্রত্যাহারের আশ্বাসে পৌর কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার পৌরসভার সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এসময় মাহবুবুর রহমান আরও জানান, আ'লীগের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা মামলার বিষয়ে আ'লীগের সাধারণ সম্পাদক  ওবায়দুল কাদের সাথে কথা বলেছেন। তিনি মামলাটি প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন।

মাহবুবুর রহমান বলেন, আগামীতে কক্সবাজার জেলা কমিটিতে পদ পেতে এবং কক্সবাজার উন্নয়নকাজ বাঁধাগ্রস্ত করতে জনপ্রিয় নেতা মুজিবুর রহমানের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার মামলাটি করা হয়।

এর আগে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মুনাফ সিকদারকে হত্যা চেষ্টার মামলায় মেয়র মুজিবুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যারের দাবিতে কক্সবাজার পৌরসভায় সকালে পৌরসভায় কর্মবিরতি শুরু করেছে কর্মকর্তা কর্মচারীরা। ফলে সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীরা পৌরসভায় আসলেও কাজে যোগ দেয়নি কেউ। পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা পৌরসভার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করে। একারনে পৌরসভার সেবা নিতে আসা সাধারণ মানুষ সেবা না পেয়ে বিপাকে পড়ে। পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ রাখা হয়। পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে নিয়োজিত এবং পরিচ্ছন্নতায় নিয়োজিত যানবাহন গুলো পৌরসভার কার্যালয়ের সামনে দাড় করিয়ে রাখা হলে পরে কর্মবিরতি প্রত্যাহার হওয়ায় গাড়ি গুলো সরিয়ে নেয়া হয়। 

এদিকে,গত রবিবার বিকেলে কক্সবাজার সদর মডেল থানায় সাবেক ছাত্র লীগ নেতা মুনাফ সিকদারকে হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা রেকর্ড হয়। এই মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমানসহ ১৪ জনকে আসামি করা হয়। মামলার খবর প্রকাশ হয়ে পড়লে রবিবার সন্ধ্যার পর কক্সবাজার শহরে বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধের ডাক দেয় দলীয় নেতা কর্মী ও মেয়রের সমর্থকেরা। এছাড়াও কক্সবাজার শহরের দোকান পাটও বন্ধ করে দেয়া হয়। এতে করে পুরো কক্সবাজার শহরে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। কক্সবাজার থেকে চট্টগ্রাম ও ঢাকা মুখী যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়। রাত দশটার দিকে প্রশাসনের অনুরোধে শহরের প্রধান সড়ক ও কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। উদ্ভুত পরিস্থিতি নিয়ে সোমবার সকাল ১১টায়  কক্সবাজার জেলাপ্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক সহ প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সভা অনুষ্ঠিত হয়। 

গত ২৭ অক্টোবর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মুনাফ সিকদারকে কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে গুলি করে একদল দুর্বৃত্ত। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি