ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

সাবেক সাংসদ মুস্তাফিজুর রহমানের ২০তম স্মরণ সভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩০, ১ নভেম্বর ২০২১ | আপডেট: ১৭:৪২, ১ নভেম্বর ২০২১

সন্দ্বীপের সাবেক সাংসদ দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান এর ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) রাজধানীর কাকরাইল রূপালী লাইফ ইন্সিরেন্স এর প্রধান কার্যালয়ে এই স্মরণ সভার আয়োজন করা হয়েছে। 

সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী মনজুরুল আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক শাহনেওয়াজ মাহমুদ লাভলু, মনিরুল হুদা বাবন, ডিজাইন ফ্যাশনের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল জলিল, রূপালী লাইফের ডিএমডি গোলাম কিবরিয়া, 

সন্দ্বীপ সমিতির সভাপতি সাংসদ মাহফুজুর রহমান মিতার সভাপতিত্ব করেন। সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী মনজুরুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক শাহনাওয়াজ মাহমুদ লাভলু, মাহমুদুল হাসান তুষার, কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী, সদস্য কার্যকরী মনিরুল হুদা বাবন, সাহিত্য ও সমাজ কল্যাণ সম্পাদক মো. রেজাউল করিম, যুগ্ম সম্পাদক মো. আরিফ আলী ও এক্সকম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সহ-সভাপতি মো. আব্দুল জলিল, সিনিয়র সহ-সভাপতি মো. গোলাম কিবরিয়া, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, বৃহত্তর মিরপুর সমাজ, সন্দ্বীপ এর সভাপতি ড. সালেহা কাদের। 

দ্বীপবন্ধুর মুস্তাফিজুর রহমানকে আধুনিক সন্দ্বীপের রুপকার উল্লেখ সাংসদ মাহফুজুর রহমান মিতা বলেন, 'আমি অত্যন্ত ভাগ্যবান দ্বীপবন্ধু আমার পিতা। বাবার কর্মের কারণে আমি আজ এমপি হতে পেরেছি। তিনি একজন সফল পিতা, সফল ব্যবসায়ী, সফল এমপি ছিলেন।'  

সভার বিশেষ অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ ড. সালেহা কাদের বলেন, 'দ্বীপবন্ধু জীবনব্যাপী সন্দ্বীপের মানুষের জন্য নিঃস্বার্থে কাজ করে গেছেন। তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ 'একুশে পদক/স্বাধীনতা পদক' (মরণোত্তর) দাবি করছি। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই স্বীকৃতি আদায়ের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা উচিত। আশা করছি, আমাদের এমপি মহোদয় এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন।'

এছাড়া আগামি প্রজন্মের কাছে তাঁকে ছড়িয়ে দিতে একটি স্মারকগ্রন্থ এবং 'দ্বীপবন্ধু গবেষণাগার' করার প্রতি দাবি জানান এই শিক্ষাবিদ। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি