ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জাতীয় যুব দিবসে কলারোয়ায় র‌্যালী ও আলোচনা সভা

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১৩, ১ নভেম্বর ২০২১

'দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ' এই প্রতিপাদ্যেকে সামনে রেখে কলারোয়ায় জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। সোমবার (১ নভেম্বর) সকালে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে যুব র‌্যালী, আলোচনা সভা, ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

যুব র‌্যালীটি পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটরিয়ামে এসে মিলিত হয়। যুব দিবসের আলোচনা অনুষ্ঠান কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন' সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ড. অমল কুমার সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচ এম রোকনুজ্জামান, সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বেনজির হেলাল।

অনুষ্ঠানে যুব অধিদপ্তরের বিভিন্ন উদ্যোক্তা, সমবায়ী ও এনজিও  প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। কলারোয়া উপজেলা যুব দিবসের স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসমত আরা।

অনুষ্ঠানে সফল উদ্যোক্তা হিসেবে উপজেলার যুগিখালি গ্রামের আব্দুল খালেক লিটন, সফল আত্মকর্মী হিসাবে আব্দুল কাদের ও শেখ রাফাত হোসেনকে ক্রেষ্ট প্রদান করা হয়।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি