ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান
প্রকাশিত : ১০:৩০, ২ নভেম্বর ২০২১
বালু তোলার মেশিন জব্দ করছে পুলিশ
মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর এলকায় ফেনী নদীর তীরে বালু দস্যুদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে মিরসরাই উপজেলা প্রশাসন।
সোমবার (১ নভেম্বর) বিকালে অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম জামিউল হিকমা।
এ সময় ফেনী নদী থেকে বালু তোলার দায়ে ৪টি বালু উত্তোলনের মেশিন জব্দ ও অজ্ঞাত ব্যক্তির নামের একটি মামলা করা হয়েছে।
এলাকাবাসী ও ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা জানান, বেশ কিছুদিন ধরে ফেনী নদী থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। অবৈধ বালু তোলার কারণে উপজেলার কয়েকটি গ্রামে নদী ভাঙন দেখা দেওয়ার পাশাপাশি তীর রক্ষা ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ধস দেখা দিয়েছে।
সম্প্রতি ফেনী নদী তীরবর্তী কয়েকটি স্থানে বর্ষায় ডুবে যাওয়া ফসলি জমি থেকেও বালু ও মাটি উত্তোলন শুরু করে বালুদস্যুরা।
মিরসরাই উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামিউল হিকমা বলেন, অবৈধ বালু তোলার সময় ৪টি বালু উত্তোলনের মেশিন জব্দ ও অজ্ঞাত ব্যক্তির নামের একটি মামলা হয়েছে। বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যাতে করে অবৈধ বালু তোলা পুরোপুরি বন্ধ হয়ে যায়।
এএইচ/
আরও পড়ুন