ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

তুলশী গঙ্গা নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫৪, ২ নভেম্বর ২০২১

জয়পুরহাটের তুলশী গঙ্গা নদী থেকে অজ্ঞাত অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ নভেম্বর) বিকালে আক্কেলপুর উপজেলার পারঘাটি এলাকায় শ্মশানঘাটে তুলশী গঙ্গা  নদী থেকে এই  অজ্ঞাত  অর্ধগলিত  লাশ উদ্ধার করা হয়। 

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি সাইদুর রহমান বলেন, উপজেলার পারঘাটি এলাকায় শ্মশানঘাটে তুলশী গঙ্গা নদীতে এক অজ্ঞাত অর্ধগলিত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ওই লাশ উদ্ধার করে। অন্য কোথাও তাকে হত্যা করে লাশটি নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। অজ্ঞাত পরিচয় ওই লাশের পরিচয় পাওয়া যায়নি বলেও জানান ওসি। 
কেআই// 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি