ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

গাজীপুরে জেল হত্যা দিবস পালিত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১৫, ৩ নভেম্বর ২০২১

পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়াসহ নানা আয়োজনে গাজীপুরের কাপাসিয়ায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে বুধবার সকালে কাপাসিয়ায় তাজউদ্দীন আহমদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদ খান। 

এছাড়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও সালাম জানানো হয়। 

পরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। 

এসময় আলোচকরা বঙ্গবন্ধু ও তাজউদ্দীন আহমদের আদর্শ ধারণ করে তরুণ প্রজন্মকে সোনার বাংলা গড়তে এগিয়ে আসার আহ্বান জানান। 

এছাড়া জেলা শহরে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি