ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে নোয়াখালীতে রোড মার্চ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৮, ৩ নভেম্বর ২০২১

‘সাম্প্রদায়িক সন্ত্রাস ও ফ্যাসিবাদী দুঃশাসন রুখে দাঁড়াও’ স্লোগানে নোয়াখালীর চৌমুহনীতে রোড মার্চ করেছে বাম গণতান্ত্রিক জোট। এসময় তারা সাম্প্রদায়িক হামলার সুষ্ঠু বিচার ও হামলাকারীদের গ্রেপ্তারসহ ৭টি দাবি উত্থাপন করেন।

বুধবার দুপুরে চৌমুহনীর প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের কেন্দ্রীয় সদস্য বজলুর রশীদ ফিরোজ, সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কমিউনিস্ট লীগের সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ প্রমুখ।

বক্তারা কুমিল্লা, হাজীগঞ্জ, চৌমুহনী, ফেনী, রামগঞ্জ, রামগিত, চট্টগ্রাম, বাঁশখালীসহ দেশের বিভিন্নস্থানে সাম্প্রদায়িক হামলাকারী ও তাদের মদদদাতাদের চিহিৃত করে অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

একইসাথে হামলায় ক্ষতিগ্রস্ত মন্দির, বাড়িঘর, দোকানপাটের মালিকদের এবং নিহত-আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়াসহ ৭টি দাবি উত্থাপন করেন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি