ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে মোটরসাইকেল-সিএনজি-ট্রাকের সংঘর্ষে হতাহত ৪

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০১, ৩ নভেম্বর ২০২১

গাজীপুরের কালিয়াকৈরে মোটরসাইকেল, সিএনজি ও মালবাহী ট্রাকের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকালের ওই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
 
পুলিশ জানায়, সকালে গাজীপুরের নাওজোড় থেকে এক মোটরসাইকেল আরোহী কালিয়াকৈরে যাওয়ার পথে কালিয়াকৈর-ধামরাই সড়কের মরকাবহ এলাকায় পৌঁছলে একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অপর একটি মোটরসাইকেল, সিএনজি ও ট্রাকের মধ্যেও সংঘর্ষের ঘটনা ঘটে। 

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাসেল নিহত হন। আহত হয়েছেন আরো তিনজন। পরে স্থানীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান বলেও জানায় পুলিশ। 

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি